Saturday, March 5, 2016

ভিসার আবেদনের জন্য অ্যাম্বাসিতে যে সকল


ভিসার আবেদনের জন্য অ্যাম্বাসিতে যে সকল
কাগজ পত্র প্রয়োজনীয়
1. ন্যাশনাল আইডি/জন্ম নিবন্ধনের ফটোকপি।
2. বিদ্যুৎ অথবা টেলিফোন বিলের মূল কপি (শেষ মাসের)।
3. ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট না থাকলে ১৫০ ডলারের এন্ডোর্সমেন্ট।
4. চারিত্রিক/নাগরিক সনদপত্র (মূলকপি)।
5. পেশাগত কাগজপত্র যেমন Ñ
ক) ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স (মূল কপি)।
খ) চাকুরিজীবি হলে ঘঙঈ (প্রত্যায়ন পত্র) (মূল কপি)।
গ) কৃষিজীবি হলে জমির পর্চার (ফটোকপি)।
ঘ) চিকিৎসার জন্য হলে ডাক্তারী কাগজপত্র ইত্যাদি।
ঙ) ষ্টুডেন্ট হলে স্কুল অথবা কলেজের আই.ডি কার্ডের (ফটোকপি)।
6 এক কপি রঙ্গিন ছবি। (২ ইঞ্চি ও ২ ইঞ্চি, ব্যাকগ্রাউন্ড সাদা)
7 পাসপোর্টের প্রথম ৫ পৃষ্ঠার (ফটোকপি)।
8 পূর্বের ইন্ডিয়ান ভিসা থাকলে শেষ যে ভিসায় যাওয়া হয়েছে সেটির (ফটোকপি)।